১৭ সেপ্টেম্বর ২০২৪

রচনা লিখে জাপান ভ্রমণের সুযোগ, বয়স ১৪-১৮ হলে আবেদন

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২০ অগাস্ট ২০২৪, ০৯:০৩
ভ্রমণের জন্য জাপান সবচেয়ে নিরাপদ একটি রাষ্ট্র। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপান। অনেক দেশের চেয়ে ভ্রমণের জন্য জাপান সবচেয়ে নিরাপদ একটি রাষ্ট্র। প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবনযাপন পদ্ধতির কারণে এটি অনন্য এক দেশ। নিজেদের  ইতিহাস আর ঐতিহ্য বেশ যত্ন সহকারে সংরক্ষণ করছে এ দেশটি। এ কারণে এখানকার বিভিন্ন প্রদেশে হাজারো বছরের পুরনো মন্দির, ভবন দেখা যায় আজও।  জাপানের প্রকৃতি তার অফুরন্ত ভাণ্ডার সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। এখানকার প্রকৃতি দেখতে আর ঐহিত্য জানতে প্রতি বছরই জাপানে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। রচনা লিখে বিজয়ী হলে বিনা খরচে জাপান ভ্রমণের সুযোগ এসেছে শিক্ষার্থীদের জন্য।  

জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনির্ভাসিটি (আইসিইউ) গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর আবেদন চলছে। আইসিইউ এবং জাপান আইসিইউ ফাউন্ডেশন কিশোরদের জন্য এ রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সমাজকে এগিয়ে নিতে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি জানার এ প্রতিযোগিতায় প্রতিবছর একটি থিম ঠিক করে রচনা বা প্রবন্ধ লিখতে হয়। মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর ভিত্তি করেই থিম ঠিক করা হয়। অনেক বিষয়ের মধ্য থেকে একটির ওপর প্রবন্ধ বা রচনা লিখতে হয় আগ্রহীদের। আবেদনের সুযোগ আছে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

* বিশ্বের যেকোনো দেশের যুবকেরা আবেদন করতে পারবেন

* ২০২৪ সালের ৯ অক্টোবরে বয়স ১৪–১৮ বছরের মধ্য হতে হবে বয়স

* রচনা বা প্রবন্ধ ইংরেজিতে লিখতে হবে

* রচনার শব্দসংখ্যা হতে হবে ৬৫০। রচনায় বিবলিওগ্রাফি ও টাইটেল থাকতে হবে

* টাইটেলের সঙ্গে রচনার বিষয়ে মিল থাকতে হবে  

পুরস্কার: টপ বা প্রথম পুরস্কার বিজয়ী একজন অভিভাবকসহ ২০২৫ সালে জাপান ভ্রমণের সুযোগ পাবেন। এ জন্য বিমানের টিকিটসহ নানা সুবিধা মিলবে। এসবের পাশাপাশি এক লাখ ইয়েন পাবেন প্রথম পুরস্কার বিজয়ী। দ্বিতীয় পুরস্কার বিজয়ী একজন পাবেন ৫০ হাজার ইয়েন। তৃতীয় পুরস্কার বিজয়ী ১০ জন বিশেষ পুরস্কার পাবেন।

** আইসিইউ গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সর্বাধিক পঠিত