১৮ অক্টোবর ২০২৪

রতন টাটার জনপ্রিয় ১০ উক্তি, যা বদলে দিতে পারে জীবন

কিশোর ডাইজেস্ট ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১০:১৩
রতন টাটা। ছবি: সংগৃহীত

ব্যবসাজগতে এক বিস্ময়কর নাম রতন টাটা। বিলিয়নিয়ার হয়েও তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস এই চেয়ারম্যান ব্যক্তিগত জীবন যতটা সম্ভব আড়ালে রাখতেন। ব্যবসাক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিজীবনে—তাঁর বেশ কিছু উক্তি ব্যাপক জনপ্রিয়। চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক রতন টাটার ১০টি উক্তি, যা যা বদলে দিতে পারে জীবন।  

১. যদি দ্রুত এগোতে চাও, একা হাঁটো। আর যদি অনেক দূর যেতে চাও, তাহলে সঙ্গী নাও।

২. জীবনে উত্থান–পতন থাকবেই। এভাবেই তুমি এগিয়ে যাবে। কেননা ইসিজি রিপোর্ট ‘সরলরেখায়’ আসার মানে হলো তুমি মৃত!

৩. একদিন তুমি বুঝতে পারবে, বৈষয়িক সম্পদের কোনো মানে নেই। তুমি আর তোমার ভালোবাসার মানুষদের সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ।

৪. চলার পথে তোমার দিকে মানুষ যে পাথরগুলো ছুড়ে মেরেছে, সেগুলো সব কুড়িয়ে নিয়ে স্মৃতিস্তম্ভ বানাও!

৫. মানুষের সঙ্গে কথা বলার সময় কখনো দয়া, সহানুভূতির কমতি রাখবে না। এর ইতিবাচক ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই।

৬. আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী নই। আমি যে সিদ্ধান্ত নিই, সেটিকেই সঠিক হিসেবে বাস্তবায়ন করি।

৭. আমি জানি না, সামনে কী হবে। কেবল জানি, যা-ই হোক, আমি সেটাকে সর্ব্বোচ্চ ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করব।

৮. জেতার একটাই উপায়। আর তা হলো হারতে ভয় না পাওয়া।

৯. নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া। নেতৃত্ব মানে তোমার অধীন যাঁরা আছেন, তাঁদের সবচেয়ে ভালোভাবে দেখভাল করা।

১০. সফলতাকে মাথায় নেবে না, আর ব্যর্থতাকে হৃদয়ে নেবে না।

সর্বাধিক পঠিত