২১ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রেজাউল

কিশোর ডাইজেস্ট ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯
ড. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে নিয়োগ দেওয়া হয়েছে। নিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষককে এবারই প্রথম ভিসি হিসেবে পেল পুরান ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১০(১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।

রেজাউল করিম জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।

রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অবসরে যান।

রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য। এর আগে উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাদেকা হালিম। তিনি গত ১১ আগস্ট উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

সর্বাধিক পঠিত