১৮ অক্টোবর ২০২৪

মেডিকেল ভর্তির সাধারণ জ্ঞানের প্রস্তুতি হোক গোছাল

ডা. শেখ সাদী মোহাম্মদ
০৬ অক্টোবর ২০২৪, ১৭:০৮
সাধারণ জ্ঞানে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে যা করণীয়। ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট নম্বর ১০০। সাধারণ জ্ঞানে ১০, ইংরেজিতে ১৫। টোটাল ২৫টা নম্বর। অনেকেই এই জায়গায় এসে হোঁচট খায়। বিশেষ করে সাধারণ জ্ঞানে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে দুরূহ হয়ে পড়ে। কিন্তু একটা ব্যাপার হলো, যদি একটু গুছিয়ে প্রস্তুতিটা নেওয়া যায়, তাহলে এই ভয়ের জায়গাটাই হয়ে ওঠে সাহসের জায়গা। একটা কমন ঘটনা হচ্ছে, সাধারণ জ্ঞান আর ইংরেজি—এ দুটোতে যারা ছক্কা মারতে পারবে, দিন শেষে তারাই এগিয়ে থাকবে ভর্তিযুদ্ধে। এখন আসি সাধারণ জ্ঞানে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে কী করণীয়।

চলো দেখে নেওয়া যাক বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোয় সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে।

১. বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১৯৪৭-১৯৭১)
২. বঙ্গবন্ধু
৩. বাংলা সাহিত্য
৪. স্থাপত্য ও ভাস্কর্য
৫. আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
৬. বাংলাদেশের ভূপ্রকৃতি
৭. বাংলাদেশের খনিজ সম্পদ
৮. সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন পুরস্কার
৯. বাংলাদেশের খেলাধুলা
১০. সংবিধান প্রণয়নের ইতিহাস

কিন্তু পরীক্ষার একদম শেষ সময় এসে এত কিছু দেখে যাওয়া প্রায় অসম্ভব। তাই অবশ্যই দেখে যেতে হবে, এমন টপিকগুলো হলো:
১. ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, গণঅভ্যুত্থান
২. মুক্তিযুদ্ধ
৩. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য+স্থাপত্য ভাস্কর্য
৪. বঙ্গবন্ধু
৫. নদ-নদী, খনিজ সম্পদ
৬. জাতিসংঘভুক্ত অঙ্গ-সংস্থায় বাংলাদেশের যোগদান
৭. সাম্প্রতিক সময় দেওয়া বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক

একটা ব্যাপার খেয়াল করো, সাম্প্রতিক থেকে আমি একদম ন্যূনতম পড়া দেখে যেতে বলছি। কারণ, এটা অনেক বেশি বড় একটা টপিক। এই মুহূর্তে এটা দেখে খুব বেশি সময় নষ্ট করা বোকামি হবে। স্বাস্থ্য খাতবিষয়ক পড়াগুলো একটু দেখে যেতে পারো।

শেষ দিকে এসে মেডিকেল, ডেন্টাল, বিসিএস বাংলাদেশ–সম্পর্কিত বিগত বছরের প্রশ্ন পড়ে যাওয়াটা খুবই জরুরি। অতএব এটা রিভিশনের মধ্যে রেখো অবশ্যই।

আরও যেসব ব্যাপার তোমাকে ভর্তিযুদ্ধে এগিয়ে রাখবে:
১. নিজের ওপর আত্মবিশ্বাসটা ধরে রেখো
২. একটা কথা মাথায় রাখতে হবে, যদি প্রশ্ন কঠিন হয় সবার কাছেই কঠিন, শুধু তোমার একার নয়।
৩. মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যেসব প্রশ্ন দেখামাত্রই উত্তর করতে পারবে, সেগুলোই প্রথমে দাগাবে। গাণিতিক প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন এগুলো পরে দাগাবে।

লেখক: ডা. শেখ সাদী মোহাম্মদ, প্রাক্তন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ, মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধায় ১৫তম (২০১৬-১৭)

সর্বাধিক পঠিত