০৮ সেপ্টেম্বর ২০২৪

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করলেন বাঙালি মেয়ে, কে এই অনসূয়া?

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২৬ মে ২০২৪, ১৫:৪৬
কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরে ‘দ্য শেমলেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরে ‘দ্য শেমলেস’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। আঁ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানভ।

তিনিই প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার পেলেন। রণবীর সিং, আলিয়া ভাট, অর্জুন কাপুরের মতো অভিনেতারা তাকে এবং ছবিটিকে অভিনন্দন জানিয়েছেন। অনসূয়া এই প্রসঙ্গে বললেন, ‘দেশের সকলের ভালোবাসা দেখে আমি অবাক, সবাইকে গর্বিত করতে পেরে আমি গর্বিত।’

‘দ্য শেমলেস’ ছবিতে ওঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালিয়ে যান। ছবিতে ‘রেনুকা’ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। অভিনেত্রী তার এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়ত ছিল না কিন্তু করতে হচ্ছে।

অনসূয়া সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

পুরোদস্তুর বাঙালি মেয়ে অনসূয়া,  জন্ম ও বেড়ে উঠা কলকাতাতেই। কলকাতার লেক গার্ডেন্সে তার বাড়ি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তিনি হতে চেয়েছিলেন সাংবাদিক, ঘটনাচক্রে জড়িয়ে পড়েন অভিনয় পেশায়।  

২০০৯ সালে অঞ্জন দত্তের বাংলা সিনেমা ম্যাডলি বাঙালি-তে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় এবং ২০১৩ সালে চলে আসেন মুম্বাই। এরপরে তিনি নেটফ্লিক্সের শো মাসাবা মাসাবা-তে প্রোডাকশন ডিজাইনিং টিমে কাজ করেন।

২০২০ সালে তার কাছে সুযোগ আসে ‌‘দ্য শেমলেস’ চলচ্চিত্রে অভিনয়ের। তিনি বলেন, ‘আমি এই ছবির জন্য অডিশন দিয়েছিলাম। তারপর পরিচালক কনস্ট্যানটিন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে জানানো হয়, আমি এই সিনেমার প্রধান চরিত্রে।’ 

অনসূয়ার জয়ের খবর নিতে মেতে উঠেছে গোটা ভারতবর্ষ। রণবীর সিং, আলিয়া ভাট, অর্জুন কাপুরের মতো অভিনেতারা তাঁকে এবং ছবিটিকে অভিনন্দন জানিয়েছেন। অনসূয়া এই প্রসঙ্গে বললেন, ‘দেশের সকলের ভালোবাসা দেখে আমি অবাক, সবাইকে গর্বিত করতে পেরে আমি গর্বিত। আমি এখন বিমানে করে বাড়ির পথে রওয়ানা হয়েছি। বাড়ির লোকের কাছে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

সর্বাধিক পঠিত