২১ নভেম্বর ২০২৪

আম্বানীর স্কুলে পড়েছেন তারকা সন্তানেরা, খরচ হয়েছে কত

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৭:৩২
বলিউড তারকাদের বেশির ভাগ সন্তানেরা তাদের স্কুলজীবন কাটিয়েছেন ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে। ছবি: সংগৃহীত

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের সন্তান থেকে শুরু করে বলিপাড়ার ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাতনি— হিন্দি সিনেমা জগতের অধিকাংশ তারকার সন্তানেরা তাদের স্কুলজীবন কাটিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানীর স্কুলে। অত্যাধুনিক পরিকাঠামো বিশিষ্ট এই স্কুলে পড়াতে কত খরচ হয়েছিল তারকাদের? সম্প্রতি আনন্দবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য।

যেখানে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মুকেশ-পত্নী নীতা আম্বানী ২০০৩ সালে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠিানের নাম ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুল। মুকেশের বাবা ধীরুভাই আম্বানীর নামে এই স্কুলের নাম রাখা হয়। স্কুলের ভাইস চেয়ারপার্সন পদে রয়েছেন মুকেশ-কন্যা ঈশা অম্বানী। ভারতীয় গণমাধ্যমের তথ্যনুসারে, এই স্কুলে পড়তে একজন বাচ্চার ১৪ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।

বলিউড তারকাদের বেশির ভাগ সন্তানেরা তাদের স্কুলজীবন কাটিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানীর স্কুলে। এতালিকায় রয়েছে শাহরুখ খান, ঐশ্বরিয়া-অভিষেক বচ্চন থেকে শুরু করে সাইফ-কারিনার সন্তানদের নাম। ছবি: সংগৃহীত

বলিপাড়ার একাংশের দাবি, এই স্কুলে লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণিতে পড়াতে গেলে প্রতি বছর খরচ করতে হয় অন্তত ১ লাখ ৭০ হাজার টাকা। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত সেই স্কুলে পড়লে প্রতি বছর খরচ হয় ৫ লাখ ৯০ হাজার টাকা।

দশম শ্রেণির পড়াশোনা শেষ করার পর কোনো শিক্ষার্থী চাইলে অন্য স্কুলে ভর্তি হতে পারেন। তবে আম্বানীদের স্কুল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়াশোনা করতে চাইলে প্রতি বছর ৯ লাখ ৬৫ হাজার টাকা খরচ করতে হয়।

অত্যাধুনিক ক্লাসঘর, ব্যক্তিগত মেন্টর থেকে একাধিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এই স্কুলে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার জন্যও রয়েছে মনোরম পরিবেশ।

সুহানা খান, আরিয়ান খান, সারা আলি খান, খুশি কপূর থেকে শুরু করে আম্বানীদের স্কুলে পড়েছেন অনন্যা পাণ্ডে, নায়সা দেবগন, সারা তেন্ডুলকরের মতো তারকা-সন্তানেরা।

সর্বাধিক পঠিত