কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনা কয়েক দিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনামে রয়েছে। বিভিন্ন দেশের খ্যাতিমান তারকারা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন তাদের কথা। এবার কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জাংকুককে সরব হতে দেখা গেল। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশের পতাকার ছবির সামনে এক শিশুর চোখবাঁধা ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
বাংলাদেশের কিশোর-তরুণদের মধ্যে বিটিএস দারুণ জনপ্রিয়। আলাদাভাবে জাংকুকেরও পরিচিতি রয়েছে। জাংকুক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করছে, আমি তাঁদের জন্য প্রার্থনা করছি। তোমাদের মঙ্গল কামনা করছি।’
১২ বছর বয়সে বিটিএসে যোগ দেন জাংকুক। ২৫ পেরোনোর আগেই নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে যান এই বিটিএস তারকা। ‘বিগিন’, ‘ইউফোরিয়া’ থেকে ‘ড্রিমারস’—এক দশকের ক্যারিয়ারে একের পর হিট গানে নিজেকে ছাড়িয়ে গেছেন। সারা বিশ্বেই রয়েছে তার অসংখ্য ভক্ত ও অনুরাগী।