২১ নভেম্বর ২০২৪

চালু হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস, জেনে নিন কোন রুটে চলবে, ভাড়া কতো

কিশোর ডাইজেস্ট ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১০:৩৫
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলসহ অভিজাত এলাকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের আসা-যাওয়ায় ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির কারণে রাস্তায় চাপ থাকে বেশি। যানজট লেগে চলাচলের ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যান চালকদের। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে স্মার্ট স্কুল বাস সেবা চালুর পরিকল্পনা করছিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির আওতাধীন এলাকার স্কুলগুলোতে বাস চালুর বিষয়ে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় কয়েকটি স্কুলের শিক্ষক ও অভিভাবকরা নিজেদের মতামত তুলে ধরেন। প্রাথমিক কর্মকৌশল নির্ধারণ সংক্রান্ত ওই সভার পর ডিএনসিসি জানায়, ঢাকা শহরে স্কুলবাস চালু হলে যানজট কমবে, দূষণ কমবে, কার্বন নিঃসরণও অনেকাংশে কমবে। এটি বাস্তবায়নে অভিভাবকদের সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে চিটাগং গ্রামার স্কুল-ঢাকা, স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের এই বাস সেবা চালু করার পরিকল্পনা করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সদিচ্ছার অভাবে তা আর সম্ভব হয়নি।

অবশেষে প্রায় দুই বছর পর মঙ্গলবার (৩ জুলাই) স্মার্ট স্কুল বাস সেবা চালুর পরিকল্পনা আলোর মুখ দেখলো। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন হয়। পরীক্ষামূলকভাবে তিনটি বাস দিয়ে এই সার্ভিস শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এই বাস সার্ভিস চালু করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এর দেয়া তিনটি ডাবল-ডেকার বাস শিক্ষার্থীদের পিক-আপ (ওঠানো) এবং ড্রপ-অফের (নামানো) জন্য ডিজাইন করা তিনটি নির্দিষ্ট রুটে চলাচল করবে। প্রতিটি বাসের ধারণক্ষমতা ৭৫ জন এবং বাসগুলোতে আরামদায়ক যাতায়াতের জন্য যথেষ্ট জায়গা রয়েছে।

বাসগুলোয় থাকবে ট্র্যাকিং এবং আরএফআইডি সুবিধা। শিক্ষার্থীদের গতিবিধি পর্যবেক্ষণে অভিভাবকদের জন্য অ্যাপ চালু করা হয়েছে। সার্ভিসটি মনিটরিংয়ের জন্য অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসি’র জন্য আলাদা ড্যাশবোর্ড থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি বাসে থাকবেন একজন ট্রিপ ম্যানেজার। এছাড়াও প্রতিটি বাসের ভেতরেই থাকবে সিসিটিভি ক্যামেরা, আইএসই সার্ভিস ও ২৪/৭ হটলাইন সাপোর্ট।

কোন রুট কোথায় যাবে
বনানী বিদ্যা নিকেতনের জন্য চালু হওয়া বাসগুলোর নাম জবা, গোলাপ ও টগর। প্রাথমিকভাবে তিনটি রুটে চলবে বাস। এক নম্বর রুট যাত্রা শুরু করবে কুড়িল বিশ্বরোডের পুলিশ বক্সের কাছ থেকে। কুড়িল চৌরাস্তা বসুন্ধরা গেট, নদ্দা,  কোকাকোলা, যুক্তরাষ্ট্র দূতাবাসের পূর্ব পাশের ঢাকা চাকা বাসস্ট্যান্ড হয়ে বনানী বিদ্যা নিকেতনে পৌঁছবে বাসটি।

১০০ ফিট রাস্তায় ২ নম্বর ব্রিজ সংলগ্ন বসুন্ধরা গেইট এলাকা থেকে যাত্রা শুরু করবে দুই নম্বর বাস। এরপর ফ্যামিলি বাজার ছোলমাইদ হয়ে নতুনবাজার বাঁশতলা, শাহজাদপুর হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিতে পৌঁছবে বাসটি।

তিন নম্বর রুটটি শুরু হবে উত্তরবাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে। এরপর হোসেন মার্কেট, লিংকরোড, গুদারাঘাট হয়ে গুলশান এক নম্বরের টিবি গেট, ওয়ারলেস গেট হয়ে মহাখালী আমতলি দিয়ে যাবে বনানী বিদ্যানিকেতন।

ভাড়া নির্ধারণ
বাস সার্ভিসের জন্য শিক্ষার্থীদের ভাড়া প্রতি কিলোমিটার হিসাবে নির্ধারণ করা হয়েছে। ভাড়ার পরিমাণ মাসিক ৮০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত হতে পারে। এরই মধ্যে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালুর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৯টি স্থানে বাস স্টপেজ নির্মাণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসি, বিআরটিসি এবং ডিএমপি যৌথভাবে কাজ করবে।

সর্বাধিক পঠিত