২১ নভেম্বর ২০২৪

চাঁদের মাটিতে পানির খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৯:৪৭
চাঁদের মাটিতে পানির খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত

চাঁদ থেকে আনা মাটি পরীক্ষা করে পানির খোঁজ পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, ‘‘চ্যাং’ই ৫’’ নামের রোভারের আনা চাঁদের পাথর ও মাটি দীর্ঘদিন পরীক্ষার পর সেখানে পানির খোঁজ পাওয়া গেছে। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে নিজেদের গবেষণার তথ্য প্রকাশও করেছেন তাঁরা। এর আগে ২০২০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা ইনফ্রারেড ডিটেক্টরের মাধ্যমে চাঁদের মাটির নমুনা পরীক্ষা করে সেখানে পানি রয়েছে বলে জানিয়েছিলেন।

চীনের বিজ্ঞানীদের তথ্যমতে, পানির অণু হাইড্রেটেড লবণ আকারে চাঁদের যে অংশে সূর্যালোক পড়ে, সেখানে টিকে থাকে। তাই চাঁদের মাটির নমুনা বিশ্লেষণ করে হাইড্রেটেড মিনারেল বা খনিজের খোঁজ মিলেছে। হাইড্রেটেড মিনারেল অনেকটা নভোগ্রেভেলনোভাইট খনিজের মতো। নভোগ্রেভেলনোভাইট আগ্নেয়গিরির গ্যাস ও কারনালাইটের উত্তপ্ত সংঘর্ষে তৈরি হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, চাঁদে আগ্নেয়গিরির গ্যাসের কারণে পানি ও অ্যামোনিয়া বাষ্পের উপস্থিতিতে এ ধরনের খনিজ তৈরি হয়েছে। নমুনা পরীক্ষা করে ৪১ শতাংশ পানির কণার চিহ্ন পাওয়া গেছে।

২০২০ সালের ২৩ নভেম্বর চাঁদের উদ্দেশে যাত্রা করে ১৬ ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসে চাং'ই-৫ রোভার। গত চার দশকের মধ্যে চাং'ই-৫ প্রথম চীনের তৈরি রোভার হিসেবে পৃথিবীতে চাঁদের বিভিন্ন নমুনা নিয়ে এসেছে। এটি ছিল মূলত চাঁদ থেকে নমুনা সংগ্রহের মিশন।

সূত্র: ফিজিস ডট অর্গ

সর্বাধিক পঠিত