
কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা তথ্য প্রক্রিয়া করতে পারে। কম্পিউটার তথ্য সংগ্রহ করতে পারে এবং তথ্য প্রদানও করতে পারে। বর্তমানে কম্পিউটার দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। যদিও প্রাথমিক অবস্থায় কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র ছিল। কিন্তু পরবর্তী সময়ে কম্পিউটার উন্নত হতে হতে এখন প্রায় সব ধরনের কাজ করতে সক্ষম। ইন্টারনেট আবিষ্কারের ফলে কম্পিউটারের কাজের পরিধি আরও বেড়েছে। টেলিযোগাযোগ প্রযুক্তি ও কম্পিউটার প্রযুক্তি একত্র হয়ে এখন কম্পিউটার প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়।
যোগাযোগ, বিনোদন, ব্যবসা, গবেষণা ও মিডিয়া সংক্রান্ত সব কাজ এখন কম্পিউটার প্রযুক্তির ওপর অনেকাংশে নির্ভর করে। চলুন, জেনে নিই কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে—
মাদারবোর্ড
মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের মূল সার্কিট বোর্ড। মাদারবোর্ডকে মেইনবোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়। মাদারবোর্ড হলো একটি কম্পিউটারের প্রধান অংশ। মাদারবোর্ডের মাধ্যমেই কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যারগুলো একে অপরের সাথে যোগাযোগ করে কার্য সম্পাদনা করে থাকে। মাদারবোর্ডের ক্ষমতা যত বেশি থাকে অন্যান্য হার্ডওয়্যারগুলো এর থেকে তত বেশি সাপোর্ট পায় এবং খুব দ্রুত কাজ করতে পারে। তাই মাদারবোর্ডকে কম্পিউটারের ‘মা’ বলা হয়ে থাকে।
প্রসেসর
প্রসেসর হলো একটি কম্পিউটারের প্রধান চালিকাশক্তি। এটি মাদারবোর্ডের মাঝখানে থাকে। এর প্রধান কাজ হলো যে কোনও ডেটাকে প্রসেস বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাজের উপযোগী করে তোলা। এটি একটি গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে। প্রসেসরের স্পিড যত বেশি হবে, তত স্পিডেই কম্পিউটারের যে কোনও কাজ সম্পন্ন হবে।
পাওয়ার সাপ্লাই
একটি কম্পিউটার চালানোর জন্য অবশ্যই পাওয়ারের বা বিদ্যুতের প্রয়োজন হয়। ঠিক তেমনই কম্পিউটার সচল রাখতে পাওয়ার প্রয়োজন হয়। এই পাওয়ার সাপ্লাইয়ের কাজই হলো একটি কম্পিউটারের প্রতিটি ডিভাইসকে সক্রিয় রাখার জন্য পরিমাণমতো পাওয়ার সাপ্লাই দেওয়া।
র্যাম
র্যামের মূল কাজ হলো কম্পিউটার চলমান অবস্থায় প্রসেসরকে বারবার তার কাজের কথা মনে করিয়ে দেওয়া এবং কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম। র্যামের সাইজ যত বড় হয়, র্যাম তত বেশি স্মৃতি ধারণ করে রাখতে পারে। মূলত এ কারণেই র্যাম যত বেশি হয়, কম্পিউটার যে কোনও কাজ তত বেশি স্পিডে করতে পারে। কারণ, র্যাম একসাথে অনেকগুলো কাজ মনে রাখে এবং প্রসেসরকে বারবার তা মনে করিয়ে দেয়, ফলে প্রসেসরও দ্রুত কাজগুলো করতে পারে। তবে মূল কাজটা কিন্তু প্রসেসরই করে থাকে।

গ্রাফিক্স কার্ড
গ্রাফিক্স কার্ডের কাজ হলো মনিটরের সাহায্যে যাবতীয় ডেটার আউটপুট সুন্দরভাবে ভিউ করা। অর্থাৎ আপনি যত ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, আপনার কম্পিউটারের মনিটর তত বেশি চকচকে হয়ে আপনার সামনে শো করবে। যারা মূলত গ্রাফিক্সের কাজ করে এবং হাই কোয়ালিটি রেজুলেশনের গেম খেলে, তারাই গ্রাফিক্স কার্ড বেশি ব্যবহার করে থাকে।
মনিটর
সাধারণত কম্পিউটারের কাজ করার ক্ষমতার সাথে মনিটরের কোনও সম্পর্ক নেই। মনিটর ছাড়াও কম্পিউটার তার কাজ পরিচালনা করতে সক্ষম। তবে ব্যবহারকারীর সুবিধার্থে ও সঠিকভাবে মনিটরিং করার জন্য মনিটরের প্রয়োজন হয়। আমরা কম্পিউটারের যাবতীয় আউটপুট মূলত মনিটরের মাধ্যমেই দেখতে পারি।
কিবোর্ড
কম্পিউটারের অন্যতম ইনপুট হার্ডওয়্যার হলো কিবোর্ড। এর মাধ্যমেই আমরা টাইপ করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি। সে অনুযায়ী কম্পিউটার তার কাজ করে থাকে। কিবোর্ড ছাড়া কম্পিউটার ব্যবহার করা প্রায় অসম্ভব।
মাউস
কিবোর্ডের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট হার্ডওয়্যার হলো মাউস। কিবোর্ডে যেমন টাইপ করার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনা দেওয়া হয়, তেমনই মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমেও যাবতীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে।